সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ।
তবে এখনো দিল্লি থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সোমবার (৪ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, এর আগে যা বলেছি, নতুন কিছু নেই। বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, তবে ভারত এখনও সাড়া দেয়নি। আমরা অপেক্ষা করছি।
তিনি আরও জানান, শেখ হাসিনার বিচার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি উপস্থিত থাকুক বা না থাকুক, বিচার থেমে থাকবে না।
আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে কি না—এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "সরকার চাইলে নিতে পারে, তবে আপাতত সে প্রয়োজন দেখছি না।"
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশিদের ‘পুশ ইন’ প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, এটি প্রথাগত ফেরত পাঠানোর নিয়ম ভঙ্গ করেছে। ভারতকে এ নিয়ে বাংলাদেশ ইতোমধ্যে আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে।
তিনি বলেন, “আমরা স্পষ্ট বলেছি, বৈধ পদ্ধতিতেই নাগরিকদের ফেরত পাঠানো উচিত। কিন্তু ভারত যেভাবে করছে, তা দুর্ভাগ্যজনক।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, এ ইস্যুতে যুদ্ধ নয়, কূটনৈতিক পথেই সমাধানের চেষ্টা চলছে এবং ভবিষ্যতে সফলতা আসবে বলে সরকার আশাবাদী।
এ সময় ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরে শ্রম বিষয়ক চুক্তি সই হবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা এখনই বলা যাচ্ছে না। তবে আশা করি, সফরের মাধ্যমে কিছু অস্বস্তিকর বিষয় দূর হবে।
এসআর
মন্তব্য করুন: