[email protected] বৃহঃস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
১৬ শ্রাবণ ১৪৩২

রাশিয়ার শক্তিশালী ভূমিকম্পের জেরে জাপান পেরিয়ে যুক্তরাষ্ট্রে সুনামির আঘাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫ ৮:১৪ পিএম

সংগৃহীত ছবি

রাশিয়ার কামচাটকা উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের জেরে সৃষ্ট সুনামি প্রথমে জাপান এবং পরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন উপকূলে আঘাত হেনেছে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার কিছু পর হাওয়াই দ্বীপপুঞ্জে ১ থেকে ১.২ মিটার (৩.৩ থেকে ৩.৯ ফুট) উচ্চতার ঢেউ আঘাত হানে। যদিও পরবর্তী আপডেটে জানানো হয়, বড় ধরনের সুনামির আশঙ্কা নেই।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থার তথ্যমতে, বুধবার রাত ১টা ১২ মিনিটে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো উপকূলে প্রথম ঢেউ আছড়ে পড়ে। একইসঙ্গে অ্যারিনা কোভ এলাকাও সুনামির প্রভাবে আক্রান্ত হয়। ঢেউগুলো ধীরে ধীরে দক্ষিণ দিকের উপকূলেও বিস্তৃত হচ্ছে।


সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার পাশাপাশি ওয়াশিংটন ও আলাস্কার উপকূলেও সুনামির প্রভাব পড়েছে। ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকাগুলোতে সর্বোচ্চ সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাতীয় জরুরি সেবা সংস্থা উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।


ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি রাশিয়ার কামচাটকা অঞ্চলে সুনামির ঢেউয়ের উচ্চতা ৪ মিটার (১৩ ফুট) পর্যন্ত পৌঁছায়। এতে কিছু ভবন পানিতে ডুবে যায় এবং দ্বীপাঞ্চলগুলো থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

জাপানের উপকূলবর্তী ও নদীতীরবর্তী এলাকায় বসবাসকারী নাগরিকদের নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে। যদিও প্রাথমিকভাবে জারি করা সর্বোচ্চ সুনামি সতর্কতা পরবর্তীতে হালকা করে কেবলমাত্র সতর্কতা হিসেবে জারি রাখা হয়েছে।


ভূমিকম্পটির উৎপত্তি রাশিয়ার পূর্বাঞ্চল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে ১৩৬ কিলোমিটার (৮৪ মাইল) পূর্বে। ভূমিকম্পটির মাত্রা এবং গভীরতা এতটাই প্রবল ছিল যে, এর প্রভাবে রাশিয়া ছাড়াও জাপান, পূর্ব এশিয়ার উপকূলীয় দেশসমূহ, ল্যাটিন আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কয়েক দিন পর্যন্ত টিকে থাকতে পারে এবং উপকূলীয় এলাকায় ঝুঁকি বজায় থাকবে। উপকূলবর্তী জনগণকে সচেতন ও সতর্ক থাকতে বলা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর