[email protected] বুধবার, ৩০ জুলাই ২০২৫
১৫ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হানডা ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫ ১:৫৩ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে হংকংভিত্তিক টেক্সটাইল ও পোশাক খাতের প্রতিষ্ঠান হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ ঘোষণা দেন কোম্পানির চেয়ারম্যান হান চুন।

প্রথমে প্রতিষ্ঠানটি ১৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা করলেও, সরকারি বিভিন্ন সংস্থার সহযোগিতায় বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে ২৫০ মিলিয়ন ডলারে উন্নীত করা হয়। গত এপ্রিল মাসে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল হানডা।

বিনিয়োগ পরিকল্পনার আওতায় বাংলাদেশে তিনটি কারখানা গড়ে তোলা হবে—এর মধ্যে দুটি গার্মেন্টস প্রক্রিয়াকরণ ইউনিট এবং একটি নিটিং ও ডায়িং ইউনিট। এসব কারখানায় প্রায় ২৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

হান চুন বলেন, “বিডা, বেজা এবং বেপজা—এই তিনটি সংস্থার সমন্বিত সহযোগিতায় আমরা বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল খাতে টেকসই অবদান রাখতে চাই।”

বিডা, বেজা ও বেপজার কর্মকর্তারা জানান, এটি বাংলাদেশের বস্ত্রখাতে চীনা কোনো প্রতিষ্ঠানের অন্যতম বৃহৎ একক বিনিয়োগ।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস হানডা ইন্ডাস্ট্রিজের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশের টেক্সটাইল খাতে আপনি চীনা বিনিয়োগের পথিকৃৎ হোন। অন্য চীনা বিনিয়োগকারীদেরও দেশের সম্ভাবনার কথা জানান।”

সাক্ষাতে হান চুন প্রধান উপদেষ্টার কাছে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে স্থাপনযোগ্য একটি কারখানার নকশা উপস্থাপন করেন। প্রথম ধাপে ৮০ মিলিয়ন ডলারের বিনিয়োগে সেখানে গার্মেন্টস কারখানার জন্য জমি ইজারার চুক্তি হবে।

দ্বিতীয় ধাপে জমি বরাদ্দ ও অন্যান্য সুবিধা নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রয়েছে, যা ২০২৫ সালের শেষ নাগাদ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া, প্রধান উপদেষ্টা কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এবং হানডা ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট হেং জেলি।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর