[email protected] সোমবার, ২৮ জুলাই ২০২৫
১৩ শ্রাবণ ১৪৩২

ভারত, চীন ও সিঙ্গাপুরের চিকিৎসকদের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫ ১১:৫৪ পিএম

সংগৃহীত ছবি

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা দিতে আসা ভারত, চীন ও সিঙ্গাপুরের ২১ সদস্যের মেডিকেল দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২৭ জুলাই) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই চিকিৎসক দল সাক্ষাৎ করতে এলে তাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, “এই জাতীয় সংকটকালে আপনাদের আগমন আমাদের প্রতি আন্তরিকতা ও মানবিক সংহতির প্রতিফলন। শুধু দক্ষতা নয়, আপনারা হৃদয় নিয়েই এসেছেন—এটাই আমাদের জন্য সবচেয়ে বড় শক্তি।”

তিনি আরও বলেন, আহতদের মধ্যে অনেক শিশু রয়েছে। তাদের জরুরি চিকিৎসা ও ট্রমা কেয়ারে এই আন্তর্জাতিক চিকিৎসক দল স্থানীয় চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে নিরলসভাবে কাজ করে চলেছেন।

ড. ইউনূস সফরকারী চিকিৎসকদের দ্রুত সাড়া এবং পেশাদারিত্বের প্রশংসা করেন। কূটনৈতিক সমন্বয়ের মাধ্যমে এত অল্প সময়ে সহায়তা পৌঁছে দেওয়াকে তিনি আন্তর্জাতিক সহযোগিতার উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

চিকিৎসকদের প্রতি তিনি আহ্বান জানান, বাংলাদেশে যেন তারা দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রাখেন, বিশেষ করে চিকিৎসা শিক্ষা, প্রাতিষ্ঠানিক বিনিময় এবং স্বাস্থ্য খাতে সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে।

তিনি বলেন, “এ ধরনের বৈশ্বিক অংশীদারত্ব ভবিষ্যতের জনস্বাস্থ্য ব্যবস্থায় টেকসই সহযোগিতার ভিত্তি তৈরি করতে পারে।”

সাক্ষাৎকালে সিঙ্গাপুরের ১০ জন, চীনের ৭ জন এবং ভারতের ৪ জন চিকিৎসক ও নার্স উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং সিঙ্গাপুর মিশনের প্রধানও বৈঠকে অংশ নেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর