থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে বিতর্কিত সীমান্ত এলাকায় ফের তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে প্রাচীন তা মুয়েন থম মন্দিরের কাছে এই সংঘর্ষ হয় বলে সিএনএন ও বিবিসি জানিয়েছে।
থাই সেনাবাহিনী জানায়, ক্যাম্বোডিয়ান বাহিনী তাদের সীমান্ত চৌকির দিকে গুলি ছোড়ে ও মন্দিরের সামনে ড্রোন মোতায়েন করে। এছাড়া থাই ঘাঁটির কাছে আরপিজি বহনকারী ছয়জন সশস্ত্র ক্যাম্বোডিয়ান সেনাকে দেখা গেছে।
এর জবাবে থাই সেনারা পাল্টা গুলি চালায়। গুলিবিনিময়ে কমপক্ষে তিনজন থাই বেসামরিক আহত হন। থাই বাহিনীর দাবি, ক্যাম্বোডিয়ান বাহিনী সরাসরি বেসামরিকদের লক্ষ্য করে বিএম-২১ রকেট হামলা চালায়। ঘটনাস্থল থাইল্যান্ডের কাপ চোয়েং জেলার একটি জনবসতি এলাকা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই অঞ্চলে ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করেছে থাই সেনাবাহিনী। তবে কম্বোডিয়ার পক্ষ থেকে এখনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।
ক্যাম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, থাই সেনারা বিনা উসকানিতে সীমান্ত লঙ্ঘন করায় তাদের বাহিনী আত্মরক্ষামূলক ব্যবস্থা নেয়।
গত বুধবার সীমান্তে একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে থাই এক সেনা পা হারান। তার একদিন পরেই এ সংঘর্ষের ঘটনা ঘটল, যা দুই দেশের মধ্যকার সীমান্ত উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
এসআর
মন্তব্য করুন: