[email protected] শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোনে দগ্ধদের চিকিৎসায় ঢাকায় ভারতীয় মেডিকেল টিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫ ১:০৬ এএম

সংগৃহীত ছবি

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধদের চিকিৎসা সহায়তা দিতে ভারত থেকে ঢাকায় এসেছে বিশেষায়িত একটি চার সদস্যের মেডিকেল টিম।

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় দলটি ঢাকায় পৌঁছায় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় ভারতীয় হাইকমিশন।

মেডিকেল টিমে রয়েছেন দুজন বার্ন ও প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ এবং দুজন অভিজ্ঞ নার্স। তারা দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সাফদারজং হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক—যা ভারতের শীর্ষ সরকারি হাসপাতালগুলোর মধ্যে অন্যতম।

ভারতীয় এই চিকিৎসক দল বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি দগ্ধ রোগীদের চিকিৎসা অবস্থা সরেজমিনে পরিদর্শন করবেন।

এর আগে বিমান দুর্ঘটনার পর দগ্ধদের জরুরি চিকিৎসাসেবায় সহায়তা দিতে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয় ভারত। ভারতের প্রধানমন্ত্রী শোক প্রকাশের পাশাপাশি সম্ভাব্য সব ধরনের সহযোগিতার প্রস্তাব দেন।

ওই প্রস্তাবের ভিত্তিতে মঙ্গলবার ভারতীয় হাইকমিশন চিকিৎসক দল পাঠানোর অনুমতির অনুরোধ জানায়। পরে অনুমতি পেয়ে মেডিকেল টিমটি ঢাকায় আসে।

উল্লেখ্য, গত সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ২৯ জন নিহত এবং অন্তত ১৭০ জন আহত হয়েছেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর