দেশে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে, যা অর্থনীতিতে সহায়ক ভূমিকা রাখছে।
চলতি জুলাই মাসের প্রথম ১৯ দিনে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন ১৫২ কোটি ২৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার।
রোববার (২০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্যে এই তথ্য জানা গেছে।
গড় হিসাবে, জুলাই মাসের প্রতি দিনে রেমিট্যান্স এসেছে ৮ কোটি ১ লাখ ২১ হাজার ৫৭৯ ডলার। যদিও গত জুন মাসে প্রতিদিন গড়ে এসেছিল ৯ কোটি ৪০ লাখ ৪১ হাজার ৬৬৬ ডলার, তবে গত বছরের জুলাইয়ে এই হার ছিল ৬ কোটি ৩৭ লাখ ৯২ হাজার ৩৩৩ ডলার।
ফলে মাসওয়ারি তুলনায় দেখা যাচ্ছে, গত বছরের জুলাইয়ের চেয়ে এ বছরের জুলাই মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। যদিও গত মাস জুনের তুলনায় কিছুটা কমেছে, তারপরও সার্বিকভাবে রেমিট্যান্সে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।
চলতি মাসে প্রাপ্ত রেমিট্যান্সের উৎস বিশ্লেষণে দেখা গেছে—
বাংলাদেশ ব্যাংক মনে করছে, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে বিভিন্ন উদ্যোগ ও প্রণোদনার কারণে প্রবাসী আয় বাড়ছে।
এসআর
মন্তব্য করুন: