চলতি বছর বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তিনটি যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে।
পাশাপাশি যুক্তরাষ্ট্রের সহায়তায় একটি নতুন মানববিহীন আকাশযান কর্মসূচিও চালু করা হবে
রোববার (২০ জুলাই) ঢাকায় মার্কিন দূতাবাস এক মিডিয়া নোটে এ তথ্য জানায়। এতে বলা হয়, যৌথ মহড়াগুলোর মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও দৃঢ় হবে এবং অভিন্ন নিরাপত্তা লক্ষ্যে সহায়তা করবে।
মহড়াগুলোর বিস্তারিত নিচে তুলে ধরা হলো—
টাইগার লাইটনিং
বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের এই মহড়া চতুর্থ বছরের মতো অনুষ্ঠিত হচ্ছে। এতে সন্ত্রাসবিরোধী অভিযান, শান্তিরক্ষা, জঙ্গলে অভিযান, আইইডি প্রতিরোধ ও আহতদের উদ্ধার প্রক্রিয়ার ওপর বাস্তব প্রশিক্ষণ দেওয়া হবে।
টাইগার শার্ক ২০২৫
২০০৯ সাল থেকে চলমান এই যৌথ মহড়া ‘ফ্ল্যাশ বেঙ্গল’ সিরিজের অংশ। এতে বাংলাদেশ স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ এবং প্যারা কমান্ডো ব্রিগেড যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর সঙ্গে নৌ টহল, অস্ত্রচালনা ও সংকট মোকাবিলার কৌশল অনুশীলন করবে।
প্যাসিফিক অ্যাঞ্জেল
চতুর্থবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহড়ায় দুর্যোগকালীন সহযোগিতা, অনুসন্ধান ও উদ্ধার (SAR) এবং অ্যারোমেডিকেল কার্যক্রমের প্রশিক্ষণ দেওয়া হবে। এতে বাংলাদেশের সি-১৩০ বিমান বহরের গুরুত্ব তুলে ধরা হবে।
আরকিউ-২১ কর্মসূচি
বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যদের নিয়ে গঠিত একটি ইউনিট যুক্তরাষ্ট্রের সহায়তায় মানববিহীন আকাশযান ‘আরকিউ-২১ ব্ল্যাকজ্যাক’ পরিচালনা করবে। এটি সমুদ্রসীমা নজরদারি, সীমান্ত নিরাপত্তা ও শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মার্কিন দূতাবাস জানিয়েছে, এসব যৌথ উদ্যোগ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতাকে আরও শক্তিশালী করবে এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবে।
এসআর
মন্তব্য করুন: