ভিয়েতনামের হা লং বে-তে খারাপ আবহাওয়ার কবলে পড়ে একটি পর্যটকবাহী নৌকা ডুবে গেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩৪ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শনিবার (১৯ জুলাই) দুপুরে আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টির মধ্যে ‘ওয়ান্ডার সিজ’ নামের নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে ৫৩ জন যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই রাজধানী হ্যানয় থেকে আসা পর্যটক পরিবার।
ভিয়েতনামি সীমান্তরক্ষী বাহিনী ও নৌবাহিনীর যৌথ বিবৃতিতে জানানো হয়, এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে আটজন শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেস।
এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে বলেন, দুপুর ২টার দিকে হঠাৎ করে আকাশ কালো হয়ে যায় এবং শিলাবৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।
উদ্ধারকারী দলের একজন কর্মকর্তা জানান, ১৪ বছর বয়সী এক কিশোর চার ঘণ্টা উল্টে যাওয়া নৌকার ভেতরে থাকা এয়ার পকেটে আটকা পড়ে ছিল। পরে তাকে জীবিত উদ্ধার করা হয়। বাই চাই হাসপাতালে চিকিৎসাধীন ১০ বছর বয়সী আরেক শিশুর অবস্থাও স্থিতিশীল বলে জানানো হয়েছে।
খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিখোঁজদের সন্ধানে অভিযান রাতভর চলবে।
ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, কোয়াং নিন প্রদেশের হা লং বে ইউনেসকো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। প্রতিবছর লাখো পর্যটক সেখানে ভ্রমণ করে থাকেন।
এসআর
মন্তব্য করুন: