[email protected] রবিবার, ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২

যুদ্ধবিমান ভূপাতিতের ট্রাম্পের দাবির পর মোদির কাছে ব্যাখ্যা চাইলেন রাহুল গান্ধী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫ ৮:৪৯ পিএম

সংগৃহীত ছবি

ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘর্ষে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই বিস্ময়কর দাবির প্রেক্ষিতে ভারতের বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সরাসরি ব্যাখ্যা চেয়েছেন।

শনিবার (১৯ জুলাই) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে রাহুল লেখেন, “মোদি জি, পাঁচটি [বিমান] সম্পর্কে আসল সত্য কী? দেশের মানুষ জানতে চায়।”

গত এপ্রিলে ভারতের অধিকৃত কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন প্রাণ হারান। এরপরই ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্ক চরম উত্তেজনায় পৌঁছায়। ভারত ‘উস্কানিমূলক’ হামলা চালালে পাকিস্তান পাল্টা জবাব দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ১০ মে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি অস্ত্রবিরতির মাধ্যমে।

এ সংঘর্ষের প্রেক্ষাপটে পাকিস্তান দাবি করে, তারা ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারত যদিও এ দাবি স্বীকার করেনি, তবে মে মাসের শেষে ভারতের শীর্ষ সামরিক কর্মকর্তা জানান, সংঘাতের শুরুতে কিছু ক্ষয়ক্ষতির মুখে ভারত কৌশল বদলে নেয় এবং অস্ত্রবিরতির আগেই নিজেদের অবস্থান পুনরায় সুসংহত করে।

সম্প্রতি হোয়াইট হাউসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে নৈশভোজে ট্রাম্প বলেন, “পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। চারটি বা পাঁচটি—তবে সম্ভবত পাঁচটিই আকাশেই গুলি করে নামানো হয়েছিল।”
তিনি আরও দাবি করেন, ১০ মে তার মধ্যস্থতায়ই দুই দেশের মধ্যে অস্ত্রবিরতি কার্যকর হয়, যা সে সময় তিনি নিজেই সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেছে। নয়াদিল্লির স্পষ্ট অবস্থান—দ্বিপাক্ষিক বিষয়গুলোতে তারা বাইরের কোনো মধ্যস্থতাকারীর ভূমিকা মেনে নেয় না।

বিশ্লেষকরা বলছেন, বর্তমানে এশিয়ায় চীনের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র ভারতের দিকে ঝুঁকছে। অন্যদিকে, পাকিস্তানও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র রাষ্ট্র। ফলে আঞ্চলিক উত্তেজনায় ওয়াশিংটনের ভূমিকা প্রায়ই আলোচনায় আসে।

কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা দৃঢ়ভাবে অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।
এমন প্রেক্ষাপটে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবি নতুন করে বিতর্ক ও রাজনৈতিক চাপ তৈরি করেছে মোদি সরকারের ওপর।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর