ঢাকায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে জাতিসংঘ মানবাধিকার মিশন।
তিন বছর মেয়াদি এই মিশনের কার্যক্রম চালুর লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এই সমঝোতা স্মারকে সই করেন। শুক্রবার (১৮ জুলাই) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, নতুন মিশনটি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে সরকারের বিভিন্ন সংস্থাকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করবে। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ও সুশীল সমাজের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।
ভলকার তুর্ক বলেন, “এই সমঝোতা স্মারক বাংলাদেশের মানবাধিকার প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এটি আমাদের সুপারিশ বাস্তবায়নে সহায়তা করবে এবং বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণে নতুন সুযোগ সৃষ্টি করবে।”
গত আগস্ট থেকে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের বাংলাদেশ সংশ্লিষ্ট কার্যক্রম জোরদার হয়েছে। গণপ্রতিবাদে দমন-পীড়নসহ নানা বিষয়ে তথ্যানুসন্ধান এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সংস্কার-সংলাপ চালিয়ে যাচ্ছে সংস্থাটি।
এসআর
মন্তব্য করুন: