[email protected] শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

ইরাকের শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৫০

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫ ১:৩৬ পিএম

ইরাকের পূর্বাঞ্চলীয় কুত শহরের একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

স্থানীয় গভর্নরের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, আগুন লাগার পরপরই ভবনটিতে থাকা লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, তদন্ত চলছে এবং প্রাথমিক প্রতিবেদন ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন গভর্নর।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর ভবন ও শপিংমলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতভর পাঁচতলা ভবনটি দাউদাউ করে জ্বলতে থাকে এবং দমকলকর্মীরা আগুন নেভাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যান।

উল্লেখ্য, ইরাকে এর আগেও বিভিন্ন বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার পেছনে নিরাপত্তা ব্যবস্থা ও নির্মাণজনিত ত্রুটিকে দায়ী করা হয়েছে।

সাম্প্রতিক এ দুর্ঘটনায় দেশটির জনসমাগমস্থল ও বাণিজ্যিক ভবনগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর