যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
তীব্র এই কম্পনের পরপরই জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এবং বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
ভূমিকম্পটি স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৩৭ মিনিটে অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল স্যান্ড পয়েন্ট শহর থেকে প্রায় ৮৭ কিলোমিটার (৫৪ মাইল) দক্ষিণে এবং ভূপৃষ্ঠ থেকে মাত্র ২০.১ কিলোমিটার গভীরে, যা তুলনামূলকভাবে অগভীর বলে জানিয়েছে ইউএসজিএস।
ভূমিকম্পের পরই আলাস্কার দক্ষিণাঞ্চল ও আলাস্কা উপদ্বীপজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়। পালমারে অবস্থিত যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে, “সুনামির কিছু প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।”
সতর্কতায় বলা হয়েছে, আলাস্কার কেনেডি এন্ট্রান্স (হোমার শহর থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে) থেকে ইউনিম্যাক পাস (উনালাস্কার ৮০ মাইল উত্তর-পূর্বে) পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সতর্কতা কার্যকর থাকবে।
তবে প্রাথমিক বিশ্লেষণে আলাস্কার বাইরের কোনো অঞ্চলের জন্য তাৎক্ষণিক সুনামি সতর্কতা জারি করা হয়নি।
উল্লেখ্য, আলাসকা প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলের অংশ, যা বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত।
১৯৬৪ সালের মার্চে আলাসকায় রেকর্ড ৯.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যা উত্তর আমেরিকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত।
এসআর
মন্তব্য করুন: