ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর একদিনের হামলায় আরও অন্তত ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫২ জন।
বুধবার (১৬ জুলাই) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৫৭৩ জনে। আহত হয়েছেন মোট ১ লাখ ৩৯ হাজার ৬০৭ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ধ্বংসস্তূপ ও রাস্তায় বহু মরদেহ এখনও পড়ে রয়েছে, যেগুলোর কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না নিরাপত্তার অভাবে।
বিবৃতিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহের সময় ইসরাইলি বাহিনীর হামলায় আরও ৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৩০ জনের বেশি আহত হন। চলতি বছর ২৭ মে থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮৫১ জন, আহত হয়েছেন ৫ হাজার ৬৩৪ জন।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ইসরাইল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হলেও ১৮ মার্চ থেকে ইসরাইল ফের পূর্ণমাত্রার অভিযান শুরু করে। এরপর থেকে আরও ৭ হাজার ৭৫০ জন নিহত এবং ২৭ হাজার ৫৬৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক সংস্থাগুলোর দাবি, ইসরাইলের এই অব্যাহত আগ্রাসন মানবিক বিপর্যয়কে আরও গভীর করে তুলেছে। গাজার অধিকাংশ হাসপাতাল ও আশ্রয়কেন্দ্র ধ্বংসপ্রাপ্ত, খাদ্য ও ওষুধের তীব্র সংকটে রয়েছে লাখো মানুষ।
এসআর
মন্তব্য করুন: