মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য বড় একটি সুখবর দিয়েছে দেশটির সরকার।
মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য বড় একটি সুখবর দিয়েছে দেশটির সরকার।
এখন থেকে তাদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।
বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, বাংলাদেশ সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে এ সিদ্ধান্ত এসেছে। ইতোমধ্যে মালয়েশিয়ার সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আনুষ্ঠানিক পরিপত্র পাঠানো হয়েছে।
গত মে মাসে মালয়েশিয়া সফরের সময় উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। আলোচনা শেষে ১০ জুলাই মাল্টিপল এন্ট্রি ভিসা অনুমোদনের পরিপত্র জারি করা হয়।
মূল সুবিধাগুলো:
আসিফ নজরুল বলেন, ‘মালয়েশিয়ার ১৫টি শ্রম রপ্তানিকারক দেশের মধ্যে একমাত্র বাংলাদেশি কর্মীরাই এতদিন মাল্টিপল ভিসার বাইরে ছিলেন। এতে তারা চরম ভোগান্তিতে পড়তেন। এই সিদ্ধান্ত বাস্তবায়নে দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টা সফল হয়েছে।’
এসআর
মন্তব্য করুন: