[email protected] শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

কাল বেইজিংয়ে শুরু হচ্ছে তৃতীয় চীন আন্তর্জাতিক সাপ্লাই চেইন এক্সপো

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫ ৬:০৩ পিএম

সংগৃহীত ছবি

অভিন্ন ভবিষ্যতের জন্য যুক্ত হোক বিশ্ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল ১৬ থেকে ২০ জুলাই চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় চীন আন্তর্জাতিক সাপ্লাই চেইন এক্সপো (CISCE)।

প্রদর্শনীতে ছয়টি প্রধান শিল্পভিত্তিক চেইন তুলে ধরা হবে, যার মধ্যে রয়েছে—উন্নত উৎপাদন, পরিচ্ছন্ন জ্বালানি, স্মার্ট যানবাহন, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্যকর জীবনধারা এবং সবুজ কৃষি।

এ ছাড়া ‘সাপ্লাই চেইন সার্ভিস জোন’ নামে একটি বিশেষ অঞ্চল থাকবে, যেখানে সরবরাহ শৃঙ্খল–সম্পর্কিত সেবা ও সমাধান প্রদর্শন করবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো।

আয়োজকরা জানিয়েছেন, এবারের এক্সপোতে ৭৫টি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থার মোট ৬৫১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

এর মধ্যে ৩৫ শতাংশই বিদেশি কোম্পানি। অংশগ্রহণকারী এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হবে আরও ৫০০–এর বেশি সহযোগী কোম্পানি। সব মিলিয়ে এবারের প্রদর্শনীতে মোট প্রায় ১,২০০ প্রতিষ্ঠান অংশ নেবে বলে আশা করা হচ্ছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর