তিস্তা নদী পুনঃউদ্ধার ও উন্নয়নকে কেন্দ্র করে প্রণীত মহাপরিকল্পনা চলতি বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
রিজওয়ানা হাসান বলেন, “তিস্তা মহাপরিকল্পনা মূলত বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হবে। প্রকল্পটি চূড়ান্ত করতে উভয় পক্ষের সম্মতি প্রয়োজন। ইতোমধ্যে মাঠ পর্যায়ের কাজ শেষ হয়েছে এবং আমরা বাস্তবায়নের প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি।”
তিনি আরও জানান, আগামী ১৭ জুলাই এ প্রকল্প নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
সেখানে পাঁচটি মূল বিষয়ের ওপর চূড়ান্ত আলোচনা শেষে সুপারিশমালা সরকারের কাছে উপস্থাপন করা হবে। পরে সরকারের অনুমোদন সাপেক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মাধ্যমে চীনা কর্তৃপক্ষের কাছে তা পাঠানো হবে।
“চীন তাদের পক্ষ থেকে মূল্যায়ন শেষে চূড়ান্ত প্রতিবেদন দিলে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে,” বলেন উপদেষ্টা।
সৈয়দপুর থেকে উপদেষ্টা রিজওয়ানা হাসান সড়ক পথে কুড়িগ্রামের উদ্দেশে রওনা হন।
এ সময় তার সঙ্গে ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই আলম সিদ্দিকিসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসআর
মন্তব্য করুন: