[email protected] মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

যুক্তরাজ্যে উড্ডয়নের পরই বিমান বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫ ৮:২৫ এএম

সংগৃহীত ছবি

যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের এসেক্স কাউন্টির সাউথএন্ড বিমানবন্দরে উড্ডয়নের পরপরই বিচক্র্যাফট বি ২০০ মডেলের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে।

রোববার (১৩ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এসেক্স পুলিশ এক বিবৃতিতে জানায়,

“বিকেল ৪টার দিকে সাউথএন্ড বিমানবন্দরে প্রায় ১২ মিটার দৈর্ঘ্যের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। জরুরি সেবাদানকারী সংস্থাগুলো—পুলিশ, ফায়ার সার্ভিস এবং মেডিকেল টিম—ঘটনাস্থলে উপস্থিত আছে এবং দীর্ঘ সময় ধরে তারা কাজ করবে।”

পুলিশ সাধারণ নাগরিকদের বিমানবন্দর এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

 

বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমানটি নেদারল্যান্ডসের উদ্দেশে উড্ডয়ন করেছিল। তবে আকাশে ওঠার কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গে বিমানটিতে বিস্ফোরণ ঘটে। আগুনে ভস্মীভূত হয়ে যায় ভগ্নাবশেষ, আর কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা।

দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে কতজন যাত্রী ও পাইলট ছিলেন, তা নিশ্চিত করা হয়নি। এখনো কোনো হতাহত বা নিখোঁজের সংখ্যা জানায়নি পুলিশ।

উদ্ধার তৎপরতা

আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে এসেক্স কাউন্টি ফায়ার সার্ভিস। এছাড়া দ্য ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস থেকে চারটি অ্যাম্বুলেন্স এবং একটি এয়ার অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে।

 

দুর্ঘটনার পর সাউথএন্ড বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়—

“পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।”

বিধ্বস্তের কারণ এখনো স্পষ্ট নয়। তদন্তে যুক্ত হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

বিচক্র্যাফট বি ২০০ হচ্ছে একটি টুইন-ইঞ্জিন টার্বোপ্রপ বিমান, যা সাধারণত ২ জন পাইলট এবং ৯ জন যাত্রী পরিবহনে সক্ষম। এটি ব্যক্তিগত ও ব্যবসায়িক ভ্রমণের জন্য বহুল ব্যবহৃত একটি মডেল

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর