[email protected] মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

ইসরাইলি হামলায় গাজায় ১১০ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫ ৮:২৬ এএম

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলায় অন্তত ১১০ জন নিহত হয়েছেন।

শনিবার (স্থানীয় সময়) দিনভর চালানো এসব হামলায় বহু মানুষ আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। খবর—আলজাজিরা।

বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয় যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত বিতর্কিত মানবাধিকার সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর ত্রাণ বিতরণ কেন্দ্রকে। সেখানে ত্রাণ নিতে আসা সাধারণ মানুষের ওপর ইসরাইলি সেনাদের গুলিবর্ষণে নিহত হন অন্তত ৩৪ জন।

এছাড়া, গাজার ঘনবসতিপূর্ণ আল-শাতি শরণার্থী শিবিরে চালানো বিমান হামলায় ভয়াবহ হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে আতঙ্ক ও বিভীষিকাময় পরিবেশের সৃষ্টি হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলের ওপর আকস্মিক হামলা চালায়। সেই ঘটনায় প্রায় ১,২০০ ইসরাইলি নিহত হন এবং বহু মানুষ জিম্মি হয়। ওই ঘটনার পর থেকেই গাজায় ইসরাইলের লাগাতার ও ব্যাপক হামলা চলছে।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫৭ হাজার ৮৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ৩৮ হাজার ৯৫ জন আহত হয়েছেন। যুদ্ধ ও অবরোধের কারণে গাজায় ভয়াবহ মানবিক সংকটও সৃষ্টি হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর