বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস যাত চারদিনের সফরে শনিবার (১২ জুলাই) ঢাকায় এসেছেন।
বিশ্বব্যাংকের ঢাকা অফিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সফরকালে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এক বিবৃতিতে জোহানেস যাত বলেন, "বাংলাদেশি জনগণের স্থিতিস্থাপকতা, সৃজনশীলতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত জীবন গড়ে তোলার প্রত্যয় আমাকে সবসময় মুগ্ধ করেছে।"
তিনি আরও বলেন, "আমি যখন কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব ছাড়ি, তখন থেকে এখন পর্যন্ত গত দশ বছরে বাংলাদেশের যে রূপান্তরমূলক পরিবর্তন হয়েছে, তা কাছ থেকে দেখার জন্য আমি উদগ্রীব। বিশ্বব্যাংক বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে এবং প্রতিবছর শ্রমবাজারে প্রবেশ করা প্রায় ২০ লাখ তরুণের জন্য মানসম্মত কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।"
জোহানেস যাত চলতি বছরের ১ জুলাই বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বাংলাদেশ সফর।
এর আগে, ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ, ভুটান ও নেপালের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
এসআর
মন্তব্য করুন: