কানাডার পণ্যের ওপর আবারও ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে। দুই দেশের মধ্যে নতুন একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলাকালেই এ সিদ্ধান্ত এলো। খবর বিবিসির।
বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক চিঠিতে ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ করে বলেন, “যদি আপনারা যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন করেন, তাহলে কোনো শুল্ক দিতে হবে না।” চিঠিতে তিনি কানাডার দুধশিল্পে মার্কিন পণ্যের ওপর শুল্ক, ফেন্টানিল প্রবেশ ঠেকাতে কানাডার ব্যর্থতা এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতির প্রসঙ্গ তুলে ধরেন।
এর আগেও ট্রাম্প প্রশাসন কানাডার কিছু পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল। এবার ৩৫ শতাংশ নতুন শুল্ক আলাদা খাতে আরোপিত হবে বলে জানিয়েছেন তিনি। ট্রাম্প একইসঙ্গে বিশ্বের বিভিন্ন অংশীদার দেশের জন্যও এ ধরনের শুল্কের ঘোষণা দিয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, কানাডা যুক্তরাষ্ট্রে তাদের প্রায় তিন-চতুর্থাংশ পণ্য রপ্তানি করে, বিশেষ করে গাড়ি ও ধাতু শিল্পে। ফলে ট্রাম্পের এই শুল্কনীতি দেশটির অর্থনীতিতে গুরুতর প্রভাব ফেলতে পারে। বাড়তে পারে বেকারত্ব, দেখা দিতে পারে মন্দা।
উল্লেখ্য, গত জুনে জি-৭ সম্মেলনে ট্রাম্প ও কার্নি ৩০ দিনের মধ্যে একটি নতুন বাণিজ্য ও নিরাপত্তা চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছিলেন।
সেই প্রেক্ষিতে কানাডা যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর থেকে একটি কর তুলে নেয়। তবে এই শুল্ক আরোপকে কানাডার বিরোধী দলীয় নেতা পিয়েরে পয়লিয়েভ তীব্রভাবে নিন্দা জানিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: