বাংলাদেশের একটি বিশ্বস্ত বন্ধু, ঘনিষ্ঠ প্রতিবেশী ও উন্নয়ন অংশীদার হিসেবে পাশে থাকতে চায় চীন—এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
বৃহস্পতিবার (১০ জুলাই) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ কথা বলেন তিনি। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিজিটিএন বৈঠকের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।
ওয়াং ই বলেন, “চীন শুধু বাংলাদেশের বন্ধু নয়, বরং বিশ্বাসযোগ্য প্রতিবেশী ও টেকসই উন্নয়ন-সহযোগী হিসেবেও পাশে থাকতে চায়। বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন চায় চীন। একই সঙ্গে দেশের নিজস্ব প্রয়োজন ও বাস্তবতা অনুযায়ী উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকারকে সমর্থন জানায়।”
চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ওয়াং ই আরও বলেন, ২০২৫ সালে বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি দুই দেশের বন্ধুত্বের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর ও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি জানান, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর সঙ্গেও যৌথভাবে আধুনিকায়নের পথে এগিয়ে যেতে চায় চীন, যার মাধ্যমে এশিয়ার সার্বিক উন্নয়ন ও পুনরুত্থানে অবদান রাখতে আগ্রহী বেইজিং।
এসআর
মন্তব্য করুন: