[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

মিয়ানমারে ভয়াবহ সংঘর্ষ, ভারতে পালাচ্ছেন হাজারো বাসিন্দা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জুলাই ২০২৫ ৯:৩২ পিএম

সংগৃহীত ছবি

মিয়ানমারে জান্তা-বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে।

এতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে নতুন করে অস্থিরতা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে ভারতের মিজোরাম রাজ্যে পালিয়ে যাচ্ছেন হাজার হাজার মিয়ানমার নাগরিক।

সোমবার (৭ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ২ জুলাই থেকে শুরু হওয়া এই সংঘর্ষে মিয়ানমারের চিন রাজ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াইয়ে জড়িয়েছে চিন ন্যাশনাল ডিফেন্স ফোর্স (CNDF) এবং চিনল্যান্ড ডিফেন্স ফোর্স-হুয়ালঙ্গোরাম (CDF-H)।

নিরাপত্তা সূত্র জানায়, সংঘর্ষের পর থেকে প্রতিদিনই ভারতে অনুপ্রবেশকারী মানুষের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত প্রায় ৪,০০০ মিয়ানমারবাসী মিজোরামে প্রবেশ করেছেন। সীমান্তবর্তী সাম্পাই জেলার জোখাওথার ও সাইখুমফাই এলাকার বিভিন্ন শরণার্থী শিবিরে রোববার (৬ জুলাই) রাত পর্যন্ত মোট ৩,৯৮০ জন শরণার্থী নথিভুক্ত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাপডাঙ্গা রয়টার্সকে বলেন,

“সংঘর্ষ মিয়ানমারে ঘটছে, এটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু যারা আমাদের সীমান্তে এসে পৌঁছেছে, তাদের মানবিক কারণে খাদ্য, পানি ও আশ্রয় দেওয়া আমাদের কর্তব্য।”

প্রথমদিকে সীমান্ত পেরিয়ে আসা মানুষের সংখ্যা কম থাকলেও যুদ্ধ পরিস্থিতি সীমান্তের আরও কাছাকাছি চলে আসায় এখন প্রতিদিনই শত শত মানুষ অনুপ্রবেশ করছেন। মিজোরাম মূলত মিয়ানমারের চিন জাতিগোষ্ঠীর সঙ্গে সাংস্কৃতিক ও পারিবারিকভাবে ঘনিষ্ঠ; ফলে বহু মানুষ এর আগেও সেখানে আশ্রয় নিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে সহিংসতা ও দমন-পীড়ন বেড়ে যায়। এরপর থেকেই হাজার হাজার মানুষ প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিতে শুরু করে।

রয়টার্স জানিয়েছে, এই সংঘর্ষ ও শরণার্থী সংকট সম্পর্কে মিয়ানমারের সামরিক সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর