[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

গাজায় ইসরাইলি হামলায় আরও ৮২ ফিলিস্তিনি নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জুলাই ২০২৫ ৮:১২ এএম

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর টানা হামলায় রোববার (৭ জুলাই) আরও ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন অন্তত ৩৯ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান হামলায় শুধু একটি পরিসংখ্যানেই দেখা গেছে—ইসরাইলি ও যুক্তরাষ্ট্র-সমর্থিত ত্রাণসংস্থা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)-এর কেন্দ্রগুলোতে খাবার সংগ্রহের সময় ইসরাইলি হামলায় অন্তত ৭৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৪ হাজার ৮৯১ জন।

সম্প্রতি, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন জুন মাসের শেষ দিকে জিএইচএফ-কে সরাসরি ৩০ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দেয়। যদিও এই সহায়তার কথা বলা হলেও অভিযোগ রয়েছে, ইসরাইলি বাহিনী নিয়মিতভাবে জিএইচএফ কেন্দ্রগুলোর আশপাশে অপেক্ষমাণ সাধারণ ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

ইসরাইলি হামলা এবং যুক্তরাষ্ট্রের ভূমিকাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। তবে যুক্তরাষ্ট্রের দাবি, গাজায় কার্যকরভাবে খাদ্য ও ত্রাণ সরবরাহকারী একমাত্র সংগঠন হলো জিএইচএফ।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলে একটি বড় ধরনের হামলা চালায়। ওইদিন ইসরাইলের প্রায় ১,২০০ নাগরিক নিহত হন এবং আরও ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস যোদ্ধারা।

এই ঘটনার পর থেকেই ইসরাইল ও হামাসের মধ্যে টানা যুদ্ধ চলছে। প্রায় ২১ মাস ধরে চলা এই সংঘাত অবসানে এবার ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হতে পারে।

হামাস ইতোমধ্যে ট্রাম্পের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। অপরদিকে, যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চালাতে মধ্যস্থতাকারী দেশ কাতারে একটি প্রতিনিধিদল পাঠানোর নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর