[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

দিল্লি থেকে লন্ডন যাচ্ছেন শেখ হাসিনা?—ছড়িয়ে পড়া ভিডিও বিভ্রান্তিকর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জুলাই ২০২৫ ১০:২১ পিএম

সংগৃহীত ছবি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়—বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি হয়ে লন্ডনের পথে রওনা হয়েছেন।

 ভিডিওতে দেখা যায়, একটি হেলিকপ্টার ভারতের আকাশসীমায় উড্ডয়ন করছে এবং সেটি নাকি শেখ হাসিনাকে বহন করছে। ভিডিওটির একাংশে ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার লোগোও দৃশ্যমান।

ভিডিওতে আরও দাবি করা হয়, পশ্চিমবঙ্গ থেকে দিল্লির উদ্দেশে যাত্রার পর শেখ হাসিনা লন্ডনের পথে রওনা হয়েছেন। একইসঙ্গে, ৫ আগস্ট ঢাকার রাজপথে ‘বিক্ষোভের উত্তাল পরিস্থিতি’র কথাও দেখানো হয়, যেটিকে ‘বর্তমান সময়ের’ দৃশ্য বলে উপস্থাপন করা হয়।

 

রোববার (৬ জুলাই) রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি নতুন নয়—বরং ২০২৪ সালের ৫ আগস্ট প্রকাশিত একটি পুরোনো সংবাদ প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেলে প্রচারিত “দিল্লি হয়ে লন্ডনের পথে শেখ হাসিনা” শিরোনামের একটি পুরনো প্রতিবেদন থেকে কাটছাঁট করে তৈরি। উক্ত প্রতিবেদনে যেসব দাবি করা হয়েছিল, তার কোনও বিশ্বাসযোগ্য সূত্র বা তথ্যপ্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি।

রিউমর স্ক্যানারের বিশ্লেষণে আরও জানা গেছে—ভিডিওতে ব্যবহৃত ঢাকার বিক্ষোভের দৃশ্যসমূহও পুরোনো। ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকায় এমন কোনো বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা বা সহিংসতার প্রমাণ মেলেনি। বরং এটি একটি পুরনো ফুটেজ, যেটিকে ভুয়া প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়েছে।

সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেখ হাসিনা এখনো ভারতে অবস্থান করছেন। তিনি লন্ডনে গেছেন—এমন কোনও প্রামাণ্য বা সরকারি তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

 

এই ভিডিওটি একটি বিভ্রান্তিকর প্রচারণার অংশ, যার উদ্দেশ্য জনমনে বিভ্রান্তি ও বিভাজন সৃষ্টি করা। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিকমাধ্যমে যেকোনো ভিডিও বা সংবাদ শেয়ার করার আগে এর উৎস যাচাই করা অত্যন্ত জরুরি।

বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সংবাদমাধ্যম অনুসরণ করে তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছেন তারা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর