[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

ইরানে বিস্ফোরণে আইআরজিসির দুই সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ জুলাই ২০২৫ ৯:৪২ পিএম

সংগৃহীত ছবি

ইরানের পশ্চিমাঞ্চলীয় খোররামাবাদ শহরে ইসরাইলি ফেলে যাওয়া একটি বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় প্রাণ হারিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দুই সদস্য।

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানায়, রোববার ইসরাইলের সাম্প্রতিক হামলায় ব্যবহৃত বিস্ফোরক অপসারণের সময় দুর্ঘটনাটি ঘটে। তাসনিমের ভাষ্য অনুযায়ী, “ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের সময় ছোড়া একটি বিস্ফোরক সরাতে গিয়ে দুই আইআরজিসি সদস্য নিহত হয়েছেন।”

 

গত ১৩ জুন থেকে ইসরাইল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। জবাবে ইরানও পাল্টা হামলা শুরু করে, যার ফলে মধ্যপ্রাচ্যজুড়ে ১২ দিনব্যাপী এক উত্তেজনাপূর্ণ যুদ্ধাবস্থার সৃষ্টি হয়।

ইসরাইলের দাবি, ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করতেই তারা এসব হামলা চালাচ্ছে। তবে তেহরান বারবার এই অভিযোগ অস্বীকার করে আসছে।

এই সংঘাতের সময়ে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, আইআরজিসির সদস্য এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানা গেছে।

ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, একই দিনে ইয়াজদ প্রদেশে ইসরাইলি ড্রোন হামলায় আহত এক ইরানি সেনা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

দেশটির বিচার বিভাগ জানায়, চলমান সংঘাতে এখন পর্যন্ত ইরানজুড়ে ৯০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই বেসামরিক নাগরিক। অন্যদিকে, তেহরানের দাবি, ইরানের পাল্টা হামলায় ইসরাইলে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে।

 

চলমান যুদ্ধাবস্থার অবসান ঘটে ২৪ জুন, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় উভয় পক্ষ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়।

যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো জনসম্মুখে হাজির হন ইরানের সর্বোচ্চ নেতা আyatুল্লাহ আলি খামেনি। শনিবার তিনি তেহরানে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন, যা রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়।

এদিকে, যুদ্ধ চলাকালীন বন্ধ থাকা ইরানের আন্তর্জাতিক আকাশপথ বৃহস্পতিবার থেকে পুনরায় চালুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, যুদ্ধের প্রথম দিন থেকেই ইরান সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত রেখেছিল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর