গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে এখনো সক্রিয়ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে প্রায় ৪০ হাজার হামাস যোদ্ধা—এমন তথ্য দিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইয়েজহাক ব্রিক।
আল জাজিরা রোববার (৬ জুলাই) এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলি দৈনিক ‘মারিভ’-এ প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রবন্ধে ব্রিক লিখেছেন, যুদ্ধ শুরুর আগে হামাসের যে সামরিক শক্তি ছিল, দীর্ঘ সংঘাতের পর সংগঠনটি এখন আবার প্রায় সেই অবস্থানে ফিরে এসেছে।
তার ভাষায়, “অনেক হামাস যোদ্ধা এখনো সুড়ঙ্গপথে অবস্থান করছে এবং সেখান থেকেই তারা গেরিলা কৌশলে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। হামাস কখনোই একটি প্রচলিত সেনাবাহিনী ছিল না, তাই তাদের সম্পূর্ণ ধ্বংস করা যায়নি। তারা গেরিলা যোদ্ধা ছিল, এবং এখনো তাই রয়েছে।”
জেনারেল ব্রিক আরও বলেন, “হামাসের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে—এমনটি ভাবা মারাত্মক ভুল হবে।”
এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করছে, তারা হামাসকে প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। কিন্তু ব্রিকের পর্যবেক্ষণ সেই দাবির সঙ্গে স্পষ্টভাবে সাংঘর্ষিক।
বিশ্লেষকদের মতে, ব্রিকের বক্তব্য গাজা যুদ্ধের ময়দানে বাস্তব পরিস্থিতির প্রতিফলন ঘটায় এবং ইঙ্গিত দেয় যে হামাস এখনো সংগঠিতভাবে প্রতিরোধ গড়ে তুলছে।
ইসরায়েলি সরকারের পক্ষ থেকে বারবার হামাসকে দুর্বল করে ফেলার দাবি এলেও সামরিক বিশ্লেষকদের একাংশ বলছেন, গাজায় হামাসের পুনর্গঠিত উপস্থিতি এবং দীর্ঘস্থায়ী প্রতিরোধ যুদ্ধ ইসরায়েলের নিরাপত্তা কৌশলকে প্রশ্নবিদ্ধ করছে।
ব্রিকের মতামত ইসরায়েলি নীতিনির্ধারকদের জন্যও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে—গাজা সংকটের সমাধান এখনো দূরবর্তী এবং সশস্ত্র প্রতিপক্ষের সক্ষমতা অব্যাহত রয়েছে।
এসআর
মন্তব্য করুন: