যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন স্পেসএক্স, টেসলা ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর মালিক ইলন মাস্ক।
স্থানীয় সময় শনিবার এক্স-এ দেওয়া ঘোষণায় তিনি জানান, ‘আমেরিকা পার্টি’ নামে এই দলটি ‘জনগণের স্বাধীনতা ফিরিয়ে দিতে’ কাজ করবে।
এর আগে, শুক্রবার এক্স-এ চালানো এক জনমত জরিপে মাস্ক অনুসারীদের জিজ্ঞেস করেন, যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দলের প্রয়োজন আছে কি না। ২:১ ব্যবধানে সমর্থন পাওয়ার পরদিন তিনি আনুষ্ঠানিকভাবে দলের ঘোষণা দেন।
মাস্ক বলেন, "আজ ‘আমেরিকা পার্টি’র জন্ম হলো—আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য।"
মাস্কের এই পদক্ষেপ এমন এক সময় এলো, যখন প্রেসিডেন্ট ট্রাম্প সরকারি ব্যয় ও করছাড় সংক্রান্ত ‘বিগ অ্যান্ড বিউটিফুল’ বিল স্বাক্ষর করেছেন, যার কড়া সমালোচক মাস্ক। তিনি বলেন, "বাইডেনের আমলে বাজেট ঘাটতি যেখানে ছিল ২ ট্রিলিয়ন ডলার, ট্রাম্প তা বাড়িয়ে ২.৫ ট্রিলিয়নে নিয়ে গেছেন। এভাবে চললে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে।"
এক অনুসারীর প্রশ্নের জবাবে মাস্ক লিখেছেন, “এই বিশাল বাজেট ঘাটতিই আমাকে ট্রাম্পের ভক্ত থেকে সমালোচকে পরিণত করেছে।”
ট্রাম্প পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন, মাস্কের প্রতিষ্ঠানগুলো যেসব সরকারি ভর্তুকি পায়, তা বাতিল করা হতে পারে। মাস্কও জানান, তিনি সেই সব কংগ্রেস সদস্যদের বিরুদ্ধে অর্থ ব্যয় করবেন যারা ট্রাম্পের বিলকে সমর্থন দিয়েছেন।
মাস্কের দল গঠন ও ট্রাম্পের সঙ্গে সংঘাতে রিপাবলিকান শিবিরে অস্বস্তি তৈরি হয়েছে। বিশেষ করে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার বিষয়টি এখন তাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এক্স-এ দেওয়া পোস্টে মাস্ক লিখেছেন, “আমরা ‘ইউনিপার্টি’ ব্যবস্থাকে ভাঙব গ্রিক কৌশলবিদ এপামিনোনডাসের কৌশলে—এক জায়গায় তীব্র, কেন্দ্রীভূত আঘাত হানবো।”
রাজনৈতিক এই উত্তাপ টেসলা শেয়ারের দামেও প্রভাব ফেলেছে। ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর টেসলার শেয়ার ৪৮৮ ডলার ছুঁলেও এপ্রিলের মধ্যে তা অর্ধেকে নেমে আসে। গত সপ্তাহে সেটি ছিল ৩১৫.৩৫ ডলারে।
ইলন মাস্কের ‘আমেরিকা পার্টি’ এখনো নবীন ও আনুষ্ঠানিক কাঠামোবিহীন। তবে বিশ্লেষকদের মতে, মাস্ক যত প্রভাবশালীই হোন না কেন, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রিপাবলিকান-ডেমোক্রেট দ্বিদলীয় কাঠামো ভাঙা সহজ হবে না। বিশেষ করে যখন ট্রাম্পের জনপ্রিয়তা এখনো ৪০ শতাংশের ওপরে।
হোয়াইট হাউস বা ট্রাম্প এখনো মাস্কের দলের ঘোষণার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সূত্র: রয়টার্স
এসআর
মন্তব্য করুন: