মাত্র একটি ফেলে দেওয়া সিগারেট থেকে গ্রিসের চিওস দ্বীপে শুরু হয় ভয়াবহ দাবানল, যা তিনদিন ধরে জ্বলে পুড়িয়ে দিয়েছে ১০ হাজার একর বনভূমি ও চারণভূমি।
রবিবার শুরু হওয়া এই আগুন বুধবার নিয়ন্ত্রণে এলেও এখনও শত শত দমকলকর্মী পুনঃপ্রজ্বলন ঠেকাতে কাজ করছেন।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা সন্দেহে মঙ্গলবার রাতে এক জর্জিয়ান নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, প্রত্যক্ষদর্শীরা তাকে সিগারেট ফেলতে দেখেছেন, যেখান থেকে দাবানলের সূত্রপাত হয়।
এ ঘটনায় পুরো ইউরোপজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বুধবার বিকেলে গ্রিসের আরও একটি দ্বীপ এবং জনপ্রিয় পর্যটন গন্তব্য ক্রিটে নতুন করে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে। গ্রিক দমকল বিভাগ জানায়, ৩ হাজারের বেশি মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
ক্রিটে ২৩০ জনের বেশি দমকলকর্মী, ৩৮টি ইঞ্জিন ও পানি ট্যাংকার নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। একইসঙ্গে হালকিদিকি অঞ্চলে নতুন একটি দাবানল নেভাতে ১৬০ জন দমকলকর্মী ও ৪৯টি ফায়ার ট্রাক মোতায়েন করা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব
প্রতিবছর গ্রীষ্মে দক্ষিণ ইউরোপ দাবানলের মুখোমুখি হয়। তবে জলবায়ু পরিবর্তনের কারণে এবারের আগুন আরও ভয়াবহ হয়ে উঠেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দমকল বাহিনী জানিয়েছে, শক্তিশালী ঝড়ো হাওয়া আগুন ছড়াতে সাহায্য করছে, ফলে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। রাজধানী এথেন্স থেকেও সাহায্যকারী দল ও বিমান পাঠানো হয়েছে।
স্পেনেও দাবানলের তাণ্ডব
শুধু গ্রিস নয়, দাবানলের কবলে পড়েছে স্পেনও। দেশটির কাতালোনিয়া অঞ্চলে দাবানলে পুড়ে গেছে ১৬ হাজার একর জমি। মৃত্যু হয়েছে দুই কৃষকের। মঙ্গলবার রাতে শুরু হওয়া আগুন বুধবার ভয়াবহ রূপ নেয়। আকাশে ছড়িয়ে পড়ে ১৪ হাজার মিটার উচ্চতার ছাই ও ধোঁয়ার কুণ্ডলী, যা কাতালোনিয়ার ইতিহাসে অন্যতম বড় দাবানল হিসেবে বিবেচিত হচ্ছে।
জার্মানিতেও আগুন, আহত দুই
জার্মানির সাক্সনি রাজ্যের একটি বনেও আগুন ছড়িয়ে পড়েছে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত দুইজন, আর শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
ইউরোপজুড়ে দাবদাহ ও দাবানলের দুঃসহ বাস্তবতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে এ ধরনের দুর্যোগ আরও ঘন ঘন এবং ভয়াবহ আকারে দেখা দিতে পারে—এমনই আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশ বিজ্ঞানীরা।
এসআর
মন্তব্য করুন: