মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫ দিনের আলটিমেটাম দিয়ে সতর্কবার্তা দিয়েছে।
৯ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে না পারলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর ৭০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ করা হবে।
শুক্রবার (৪ জুলাই) দ্য ইকোনোমিক টাইমস–এ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
ট্রাম্প জানান, “আমরা আগামীকাল থেকেই ১০ থেকে ১২টি দেশের কাছে চিঠি পাঠানো শুরু করব, যেখানে ১০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত শুল্কের কথা জানানো হবে।” তিনি আরও বলেন, দ্বিপাক্ষিক চুক্তিকে তিনি বেশি গুরুত্ব দেন এবং বহুপাক্ষিক আলোচনায় সময় অপচয় হয় বলেই তিনি সরাসরি শুল্ক আরোপের পথ নিচ্ছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে আংশিক বাণিজ্য চুক্তি করেছে। এর আওতায় ভিয়েতনাম থেকে আসা পণ্যে ২০ শতাংশ এবং চীন থেকে ভিয়েতনাম হয়ে আসা ট্রান্সশিপমেন্ট পণ্যে ৪০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
এছাড়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনাও চলছে। ট্রাম্প জাপানকে “কঠিন অংশীদার” হিসেবে উল্লেখ করে জানান, দেশটিকে ৩০ থেকে ৩৫ শতাংশ শুল্ক দিতে হতে পারে।
ভাষণে ট্রাম্প পররাষ্ট্রনীতিও তুলে ধরেন। তিনি দাবি করেন, তার প্রশাসন ভারত-পাকিস্তান, কসোভো-সার্বিয়া, এবং কঙ্গো-রুয়ান্ডার সংঘর্ষ থামাতে ভূমিকা রেখেছে। আফ্রিকার সংঘর্ষকে তিনি “৩০ বছরের যুদ্ধ” হিসেবে উল্লেখ করে বলেন, এতে ৬০ লাখ মানুষ প্রাণ হারিয়েছে।
ইরানের প্রসঙ্গে ট্রাম্প বলেন, “সাম্প্রতিক মার্কিন হামলা ছিল নিখুঁত। এর পর থেকে তেহরান অনেকটা নরম হয়েছে এবং এখন তারা আলোচনায় আগ্রহ দেখাচ্ছে।
এসআর
মন্তব্য করুন: