বাংলাদেশে ‘জুলাই বিপ্লব’-এর পর থেকে ভারতীয় গণমাধ্যমে ঢাকা নিয়ে আগ্রহ নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।
আগে বাংলাদেশ-সংক্রান্ত সংবাদ ভারতীয় গণমাধ্যমে সীমিতভাবে প্রকাশিত হলেও, ৫ আগস্টের ঘটনার পর চিত্রটি একেবারেই পাল্টে গেছে।
সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশ নিয়ে শত শত প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো। তবে এসব প্রতিবেদন শুধু পরিমাণে বেশি নয়—তাদের ভাষা ও দৃষ্টিভঙ্গিতেও দেখা যাচ্ছে লক্ষণীয় পরিবর্তন, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে।
এই পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের প্রধান ফয়সাল মাহমুদ। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ভারতীয় প্রধান সংবাদমাধ্যমগুলো শেখ হাসিনাকে উপস্থাপনের ধরনে স্পষ্ট পরিবর্তন এনেছে।
তার ভাষ্য অনুযায়ী, “প্রথমদিকে তারা শেখ হাসিনাকে ‘প্রাক্তন প্রধানমন্ত্রী’ হিসেবে বর্ণনা করত। পরে এটিকে পরিবর্তন করে ‘অপসারিত প্রাক্তন প্রধানমন্ত্রী’ বলা শুরু হয়। আর এখন, ভারতের চারটি শীর্ষ দৈনিক—টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং হিন্দুস্তান টাইমস—ধীরে ধীরে ‘পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী’ শব্দটি ব্যবহার শুরু করেছে।”
ফয়সাল মাহমুদ তার পোস্টের শেষে উল্লেখ করেন, “এই পরিবর্তনের ধারা একেবারেই নেতিবাচক নয়।” তার বক্তব্য ইঙ্গিত করে, ভারতীয় গণমাধ্যমের ভাষাগত রূপান্তর কেবল একটি রাজনৈতিক অবস্থান নয়, বরং পরিবর্তিত বাস্তবতার প্রতিফলনও হতে পারে।
এসআর
মন্তব্য করুন: