[email protected] শুক্রবার, ৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ভারতের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জুলাই ২০২৫ ৪:৪৮ পিএম

সংগৃহীত ছবি

ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন।

ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (১ জুলাই) স্থানীয় সময় দুপুরে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার পাসামিলারাম শিল্প এলাকায় অবস্থিত সিগাচি কেমিক্যালস নামক একটি কারখানায় এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার একটি চুল্লিতে বিস্ফোরণের ফলে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় জেলা প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত নিহতদের মধ্যে চারজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকিদের শনাক্তকরণ প্রক্রিয়া চলছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার পরপরই দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স (সাবেক টুইটার)–এ এক শোকবার্তায় বলেন,

“তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর