ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর একাধিক বিমান হামলায় অন্তত ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরও অনেকে।
সোমবার (৩০ জুন) রাতে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গাজা শহর ও উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে এসব হামলা চালানো হয়। এর মধ্যে উত্তর গাজার সমুদ্র তীরবর্তী ‘আল-বাকা’ নামের একটি ক্যাফেতে এক জন্মদিন অনুষ্ঠানে বোমা হামলায় প্রাণ হারান ৩৯ জন। নিহতদের মধ্যে নারী, শিশু ও সাংবাদিক ইসমাইল আবু হাতাব রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো ধরনের পূর্বসতর্কতা ছাড়াই যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়। ইয়াহিয়া শরিফ নামে একজন বলেন, “এখানে কোনো সামরিক স্থাপনা ছিল না। শুধু শিশুদের জন্মদিন উদযাপন হচ্ছিল।”
এছাড়া গাজার ইয়াফা স্কুলে আশ্রয় নেওয়া কয়েকশ বাস্তুচ্যুত মানুষের ওপরও হামলা চালানো হয়। মাত্র পাঁচ মিনিট আগেই তারা সরে যাওয়ার নোটিশ পান বলে জানান হামাদা আবু জারাদে নামের এক ব্যক্তি।
মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় আল-আকসা শহীদ হাসপাতাল চত্বরে চালানো আরেক হামলায় আরও অনেকে আহত হন। হাসপাতালটিতে কয়েক হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। হামলার পর এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়।
আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজজুম জানান, “এই হাসপাতালে এর আগেও অন্তত ১০ বার হামলা হয়েছে। দুর্বল স্বাস্থ্যব্যবস্থার ওপর এটি আরও এক ভয়াবহ আঘাত।”
গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসেও ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)’ পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলায় অন্তত ১৫ জন নিহত ও ৫০ জন আহত হন। তারা খাবারের জন্য অপেক্ষা করছিলেন।
এসআর
মন্তব্য করুন: