বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
সোমবার (৩০ জুন) ওয়াশিংটন সময় অনুযায়ী প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোনালাপে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধি সংক্রান্ত যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
এর আগে একই দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ফোনালাপের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার ভাষায়, “প্রায় ১৫ মিনিট ধরে চলা এই আলাপ ছিল উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ, যা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন।
এটি ড. ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের নেতাদের সাম্প্রতিক যোগাযোগের একটি ধারাবাহিক অংশ। এর আগে, ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক-এর সঙ্গেও ফোনে কথা বলেছিলেন তিনি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত বার্তা এবং বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিক্রিয়া—দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে বলে কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।
এসআর
মন্তব্য করুন: