[email protected] মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
৪ ভাদ্র ১৪৩২

ইরানের ৬টি বিমানঘাঁটিতে ইসরায়েলি হামলা, ১৫টি বিমান ও হেলিকপ্টার ধ্বংস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুন ২০২৫ ২:২৬ পিএম

সংগৃহীত ছবি

ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের ছয়টি সামরিক বিমানঘাঁটিতে ইসরায়েল হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

আলজাজিরার খবরে বলা হয়, এসব হামলায় ইরানের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বিবৃতিতে জানায়, এই হামলায় মানবচালিত এবং দূরনিয়ন্ত্রিত আকাশযান (ম্যানড অ্যান্ড রিমোট সিস্টেম) ব্যবহার করা হয়েছে। হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক ঘাঁটিগুলোর রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার এবং জ্বালানি সরবরাহকারী বিমান।

বিবৃতিতে আরও বলা হয়, হামলায় ইরানি বাহিনীর ব্যবহৃত এফ-১৪, এফ-৫ এবং এএইচ-১ মডেলের যুদ্ধবিমান ও হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি বাহিনীর দাবি, এই হামলার ফলে ইরানের সামরিক বিমানঘাঁটিগুলো মারাত্মকভাবে উড্ডয়নের অযোগ্য হয়ে পড়েছে, যা দেশটির আকাশ প্রতিরক্ষা ও সামরিক অভিযানে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর