ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও সংঘাতের অবসানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে তিনি সরাসরি মধ্যস্থতার আগ্রহও প্রকাশ করেছেন।
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক টেলিফোনালাপে পুতিন এ প্রস্তাব দেন বলে জানিয়েছে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস, যা পরে আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে।
আলোচনাকালে দুই রাষ্ট্রপ্রধানই মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন এবং অবিলম্বে একটি শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরু হলে তা পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ভয়াবহ যুদ্ধের রূপ নিতে পারে, যার প্রভাব বিশ্ব রাজনীতিতেও বড় ধরনের অভিঘাত ফেলতে পারে। এ প্রেক্ষাপটে পুতিনের মধ্যস্থতার প্রস্তাবকে তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখছেন আন্তর্জাতিক কূটনীতিকরা।
এসআর
মন্তব্য করুন: