ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিবাদে প্রতিবেশী দেশ ইরাকের রাজধানী বাগদাদের রাস্তায় অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠীর আয়োজনে এই বিক্ষোভে অংশ নেওয়া লোকজন ইসরায়েলের পতাকা পুড়িয়ে এবং ইসরায়েলি হামলায় নিহত ইরানি সামরিক কমান্ডারদের ছবি প্রদর্শন করে প্রতিবাদ জানান।
মঙ্গলবার (১৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত সপ্তাহে ইরানে ইসরায়েলের আকস্মিক বিমান হামলার পর থেকে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধাবস্থার আশঙ্কা বাড়ছে।
একইসঙ্গে ইরাকভিত্তিক ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর সম্ভাব্য হস্তক্ষেপ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরেই এসব গোষ্ঠী ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে।
প্রসঙ্গত, গত শুক্রবার ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাগুলোর ওপর আকস্মিকভাবে হামলা চালায় ইসরায়েল।
এতে ইরানের কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন। এর জবাবে পাল্টা হামলা চালায় তেহরান। টানা পঞ্চম দিনের মতো চলছে ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা, যা গোটা অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।
এসআর
মন্তব্য করুন: