[email protected] সোমবার, ১৪ জুলাই ২০২৫
৩০ আষাঢ় ১৪৩২

বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের আইনে উদ্বেগ জাতিসংঘ মানবাধিকার প্রধানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুন ২০২৫ ১২:৪৩ এএম

বাংলাদেশে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধের সুযোগ রেখে আইন সংশোধনের উদ্যোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

সোমবার (১৬ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৯তম অধিবেশনে বার্ষিক প্রতিবেদন উপস্থাপনকালে তিনি এ উদ্বেগ জানান।

প্রতিবেদনে ভলকার তুর্ক বলেন, “আমি অনুপ্রাণিত যে, অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হচ্ছে।

তবে সম্প্রতি রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধের সুযোগ রেখে আইনে যেসব পরিবর্তন আনা হয়েছে, তা মতপ্রকাশ, সংগঠন এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাকে সীমিত করতে পারে—এ নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।”

এর আগে, চলতি বছরের ১১ মে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।

এ আইনের আওতায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তা ও তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনও সংশোধন করা হয়েছে, যার আওতায় বিচারাধীন সংগঠনের কার্যক্রম স্থগিত রাখা যেতে পারে।

বাণিজ্য যুদ্ধ ও শুল্ক বৃদ্ধিতে উদ্বেগ

প্রতিবেদনে ভলকার তুর্ক বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ এবং শুল্ক বৃদ্ধির নেতিবাচক প্রভাব নিয়েও উদ্বেগ জানান। তিনি বলেন, “এ ধরনের অর্থনৈতিক চাপ স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে চরম সংকটে ফেলতে পারে।

বিশেষ করে বাংলাদেশ, কম্বোডিয়া, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের মতো রপ্তানিনির্ভর অর্থনীতির দেশগুলোর জন্য তা ভয়াবহ হতে পারে বলেও সতর্ক করেন তিনি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর