 
                                                                        ইসরায়েলের চালানো ড্রোন হামলায় ইরানের পুলিশপ্রধানসহ দুই কর্মকর্তা নিহত হয়েছেন।
শুক্রবার রাতের এই হামলাটি ঘটে তেহরান থেকে প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে, হামেদান প্রদেশের আসাদাবাদ শহরে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, হামলায় পুলিশের প্রধান মেজর হাবিবুল্লাহ আকবারিয়ান এবং লেফটেন্যান্ট আমির হোসেইন সেইফি শহীদ হয়েছেন।
এ ঘটনায় এখনো তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে ধারাবাহিক হামলার ফলে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে।
এদিকে শনিবার রাতে ইসরায়েলের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানান, ইরানের অন্তত ৪০টি সামরিক স্থাপনায় ৭০টিরও বেশি বিমান হামলা চালানো হয়েছে। লক্ষ্যবস্তুতে ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও কমান্ড অবকাঠামো।
তিনি বলেন, “তেহরানের আকাশে আমাদের ডজনখানেক যুদ্ধবিমান অবাধে চলাচল করছে। পশ্চিম ইরান থেকে তেহরান পর্যন্ত আমরা পুরোপুরি আকাশসীমা নিয়ন্ত্রণে নিয়েছি।”
ডেফরিন আরও বলেন, প্রায় আড়াই ঘণ্টা ধরে তেহরানের আকাশে ড্রোন ও যুদ্ধবিমানের টহল ছিল। তার ভাষায়, “তেহরান এখন আর নিরাপদ নয়।
এসআর
মন্তব্য করুন: