 
                                                                        তেল আবিবে ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার পালটা জবাব হিসেবে ইরানে শতাধিক ড্রোন পাঠানো হয়েছে।
তেল আবিবে ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার পালটা জবাব হিসেবে ইরানে শতাধিক ড্রোন পাঠানো হয়েছে
শুক্রবার (১৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন। খবর: এপি।
ডেফরিন জানান, ইরান প্রায় ১০০টি ড্রোন ইসরাইলের দিকে পাঠিয়েছে, যেগুলোর অধিকাংশ প্রতিহত করার চেষ্টা চলছে।
এর আগে শুক্রবার ভোরে ইসরাইল ‘রাইজিং লায়ন’ নামে এক অভিযান চালিয়ে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়। এতে অংশ নেয় ইসরাইলের প্রায় ২০০টি যুদ্ধবিমান। হামলায় নাতাঞ্জসহ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও বিজ্ঞানীদের বাসভবন ছিল প্রধান লক্ষ্যবস্তু।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “আমরা একটি ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি। ইরানের পারমাণবিক কর্মসূচিকে প্রতিরোধ করাই আমাদের লক্ষ্য।” তিনি আরও জানান, এই অভিযান চলমান থাকবে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং পুরো দেশজুড়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সতর্ক অবস্থানে রয়েছে।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজ বলেন, “এই অভিযানের প্রতিক্রিয়ায় ইরান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রত্যাশিত ছিল।”
এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, “এই হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয়। ইসরাইল এককভাবে পদক্ষেপ নিয়েছে এবং আমাদের অগ্রাধিকার হচ্ছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা।
এসআর
মন্তব্য করুন: