[email protected] শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
২২ ভাদ্র ১৪৩২

তিন দিনে রেমিট্যান্স এসেছে সাড়ে ৭ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জুন ২০২৫ ৪:০৫ পিএম

লোগো

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে প্রবাসীদের পাঠানো অর্থে চাঙ্গা হয়েছে দেশের অর্থনীতি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি জুন মাসের প্রথম তিন দিনে (১-৩ জুন) দেশে এসেছে ৬০ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৪২৯ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)।

বিশেষজ্ঞদের মতে, অর্থ পাচার কমে যাওয়ায় হুন্ডি ব্যবসার প্রভাব কমেছে এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বেড়েছে। এতে করে বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ার পাশাপাশি ঈদের বাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে।

দেশীয় অর্থনীতিতে এ প্রবাহ স্বস্তিদায়ক বার্তা হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে উৎসবকেন্দ্রিক কেনাকাটায়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর