ভারত থেকে পুশইনের মাধ্যমে বাংলাদেশে প্রবেশকারীদের মধ্যে যদি ভারতীয় নাগরিক বা রোহিঙ্গা থাকে, তাহলে তাদের ফেরত পাঠানো হবে নির্ধারিত আনুষ্ঠানিক প্রক্রিয়ায়।
তবে যদি কেউ প্রকৃত বাংলাদেশি হন, তাদের পুশব্যাকের সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৭ মে) সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের বয়েসিং এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ‘ভাসমান বিওপি’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “ভারতে কোনো অবৈধ বাংলাদেশি থাকলে, তাদের ফিরিয়ে আনার বিষয়ে আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। ভারতের পুশইনের বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে, তবে এটিকে উসকানিমূলক মনে করছি না।”
সীমান্তের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পুশইনের মাধ্যমে যারা প্রবেশ করছে, তাদের মধ্যে রোহিঙ্গা ও ইউএনএইচসিআর কার্ডধারী ব্যক্তিও রয়েছেন। বিষয়টি কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলছে এবং সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।”
তিনি আরও বলেন, “যদি সব পক্ষ সহযোগিতা করে, তাহলে ভারত কোনো অবস্থাতেই পুশইন চালাতে পারবে না।
এসআর
মন্তব্য করুন: