[email protected] রবিবার, ১৮ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারত-পাকিস্তান উত্তেজনা: পাল্টাপাল্টি হাইকমিশনের কর্মকর্তা বহিষ্কার

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৪ মে ২০২৫ ৩:০৫ পিএম

সংগৃহীত ছবি

চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যেই একে অপরের হাইকমিশনের কর্মকর্তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে ভারত ও পাকিস্তান।

মঙ্গলবার (১৪ মে) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসলামাবাদে নিযুক্ত ভারতের হাইকমিশনের এক কর্মকর্তা কূটনৈতিক আচরণবিধি লঙ্ঘন করেছেন—এই অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।

একইসঙ্গে নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি কর্মকর্তার বিরুদ্ধেও ভারত একই ধরনের অভিযোগ এনে তাকে দেশ ছাড়ার নির্দেশ দেয়।

দুই দেশই জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের কূটনৈতিক মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তবে এসব অভিযোগের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তে দুই দেশের মধ্যকার বিদ্যমান উত্তেজনা আরও বাড়তে পারে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর