[email protected] বুধবার, ২১ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ভারতের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মে ২০২৫ ৮:১৯ পিএম

ফাইল  ছবি

বাংলাদেশ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আনুষ্ঠানিকভাবে এ প্রতিক্রিয়া জানান।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “কোনো উপযুক্ত আইনি প্রক্রিয়া অনুসরণ না করে একটি প্রধান রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা অত্যন্ত উদ্বেগজনক। গণতান্ত্রিক স্বাধীনতার পরিসর যেভাবে সংকুচিত হচ্ছে, তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে অবিলম্বে একটি সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে ভারত জোরালোভাবে অবস্থান বজায় রাখছে।”

এর আগে গত শনিবার (১০ মে) রাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এক জরুরি বৈঠকে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী অনুমোদনের মাধ্যমে ট্রাইব্যুনাল এখন রাজনৈতিক দল, তাদের অঙ্গসংগঠন এবং সমর্থকদের বিচারের আওতায় আনতে পারবে। এ প্রেক্ষাপটে, আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট গোষ্ঠীর বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং সংশ্লিষ্টদের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।”

উল্লেখ্য, চলমান ‘জুলাই আন্দোলন’ এবং ছাত্র-জনতার সম্মিলিত বিক্ষোভের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর