[email protected] মঙ্গলবার, ২০ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২

পার্লামেন্ট অধিবেশন চেয়ে মোদির কাছে চিঠি, সীমান্ত সংঘাত নিয়ে আলোচনা চায় বিরোধীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মে ২০২৫ ৮:৪১ পিএম

ফাইল ছবি

ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত, পেহেলগাম সন্ত্রাসী হামলা ও যুদ্ধবিরতির ঘোষণা ঘিরে পার্লামেন্টে বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন কংগ্রেস সভাপতি ও রাজ্যসভায় বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে।

এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন তিনি ও লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

সোমবার (১২ মে) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে খাড়গে বলেন, “দেশের মানুষের নিরাপত্তা, সীমান্ত পরিস্থিতি ও সাম্প্রতিক সামরিক অভিযানের বিষয়গুলো নিয়ে সংসদে খোলামেলা আলোচনা প্রয়োজন। আমরা সবাই শান্তি চাই, কিন্তু দেশের সুরক্ষা প্রশ্নে আপস করা যায় না। ভারতীয় সেনাবাহিনী সাহসিকতার সঙ্গে কাজ করছে—আমরা তাদের শ্রদ্ধা জানাই।”

চিঠিতে বিরোধী দলগুলোর পক্ষ থেকে পেহেলগাম হামলা, অপারেশন সিঁদুর, সাম্প্রতিক সংঘর্ষ, যুদ্ধবিরতির ঘোষণা এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা কৌশল নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা চাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “ভারত সবসময় শান্তির পক্ষে, কিন্তু পাকিস্তান একের পর এক যুদ্ধবিরতি লঙ্ঘন ও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিয়ে অস্থিতিশীলতা তৈরি করছে। সামনে থেকে না লড়লেও তারা পেছন থেকে আঘাত হানে। যদি তারা শান্তিপূর্ণ আচরণ করে, আমরাও করব। তবে যদি আক্রমণ করে, তখন প্রতিরোধে বাধ্য হব।”

প্রসঙ্গত, টানা চার দিনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ভারত ও পাকিস্তান শনিবার একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। চুক্তি অনুযায়ী, স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের সামরিক অভিযান তাৎক্ষণিকভাবে বন্ধ থাকবে।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাড়গে শান্তির বার্তা দিয়ে বলেন, “গৌতম বুদ্ধের অহিংসার আদর্শে বিশ্বাসী ভারত সবসময় শান্তির পথ অনুসরণ করে এসেছে। কিন্তু দেশের নিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ, দেশ নিরাপদ থাকলেই জনগণ নিরাপদ থাকবে।”

তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর