[email protected] মঙ্গলবার, ২০ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২

তিন বাহিনীর প্রধানদের সঙ্গে মোদির জরুরি বৈঠক

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ মে ২০২৫ ৪:২১ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির বাসভবনে সোমবার (১২ মে) একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে অংশ নিয়েছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান, সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠী এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং।

এছাড়া বৈঠকে আরও অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী, ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক তপন ডেকা এবং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রধান রবি সিনহা।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠক ডাকা হয়।

মাত্র দু’দিন আগেই দুই দেশের মধ্যে চার দিন ধরে চলা সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মতি হয়। ওই ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই আলোচনায় যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে।

চলমান পরিস্থিতিতে সোমবারই ভারত ও পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের মধ্যে আরেকটি বৈঠকের পরিকল্পনা রয়েছে, যেখানে সীমান্ত উত্তেজনা প্রশমনের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর