ভারত ও পাকিস্তানের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণার মাত্র তিন ঘণ্টা পরই কাশ্মীরে নতুন করে গোলাগুলির খবর পাওয়া গেছে।
রয়টার্সের বরাতে জানা গেছে, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরসহ বেশ কয়েকটি এলাকায় শনিবার রাতে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে।
যদিও এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত ভারত কিংবা পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।
কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বতন টুইটার) লিখেছেন, “যুদ্ধবিরতির কী হলো? শ্রীনগরে আবারও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।” এরপর তিনি আরেকটি পোস্টে বলেন, “এটা স্পষ্ট যে কোনো যুদ্ধবিরতি বাস্তবে কার্যকর হয়নি। শ্রীনগরের আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো আবারও সক্রিয় হয়েছে।”
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বিকেল ৫টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারও আলাদা বিবৃতিতে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, স্থল, আকাশ ও সমুদ্র—তিনটি সীমান্তেই সামরিক কার্যক্রম বন্ধ থাকবে।
তবে যুদ্ধবিরতির ঘোষণা বাস্তবতা কতটা ধারণ করতে পেরেছে, তা নিয়ে এখন প্রশ্ন উঠছে নতুন করে ঘটে যাওয়া এই গোলাগুলির ঘটনায়।
এসআর
মন্তব্য করুন: