[email protected] মঙ্গলবার, ২০ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ জানাবে পাকিস্তান

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৫ মে ২০২৫ ২:১০ এএম

ফাইল ছবি

চেনাব নদীর পানিপ্রবাহ হ্রাস ও সাম্প্রতিক উত্তেজনার জেরে ভারতের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান।

রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই সংকটময় পরিস্থিতি সম্পর্কে জাতিসংঘকে অবহিত করতে ইসলামাবাদ কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে।

বিবৃতিতে বলা হয়, ভারতের আগ্রাসী কার্যকলাপ ও উসকানিমূলক বক্তব্য অঞ্চলটির শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। বিশেষ করে সিন্ধু পানিচুক্তি স্থগিতের মতো পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিহিত করে বিষয়টি নিরাপত্তা পরিষদে তুলে ধরা হবে।

পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখারকে জরুরি বৈঠকের আহ্বানের নির্দেশ দিয়েছেন।

এদিকে, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় নয়াদিল্লি পাকিস্তানকে দায়ী করেছে।

ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে পাল্টা ব্যবস্থা নিচ্ছে। ফলে দুই পারমাণবিক প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে।

সূত্র: দ্য ডন 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর