[email protected] মঙ্গলবার, ২০ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২

রোহিঙ্গা প্রত্যাবাসন এখন সম্ভব নয়: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ মে ২০২৫ ২:৫৯ পিএম

সংগৃহীত ছবি

রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়া এখনই শুরু করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেছেন, মিয়ানমারে নিরাপত্তা ও নাগরিকত্ব নিশ্চিত না হওয়া পর্যন্ত রোহিঙ্গারা সেখানে ফিরে যাবে না।

রোববার (৪ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ “বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন: আঞ্চলিক নিরাপত্তার উপর প্রভাব এবং ভবিষ্যৎ” শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, “রোহিঙ্গা সংকটের সমাধানে এখনো কার্যকর কোনো পথ খুঁজে পাওয়া যায়নি। প্রত্যাবাসনের ক্ষেত্রে দুটি মূল দিক রয়েছে—অধিকার এবং নিরাপত্তা। এসব নিশ্চিত না হলে তাদের ফেরত পাঠানো সম্ভব নয়।”

দ্বিপাক্ষিক আলোচনার ব্যর্থতার দিকটি তুলে ধরে তিনি বলেন, “বছরের পর বছর ধরে মিয়ানমারের সঙ্গে চলা আলোচনা কোনো বাস্তব ফল আনেনি। এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি।”

তিনি আরও বলেন, “মিয়ানমারে একটি বাস্তব পরিবর্তন আনতে হবে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হতে হবে। যদিও এটি একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া। রোহিঙ্গা সংকটের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ধরে রাখা জরুরি।”

মিয়ানমারের রাজনৈতিক বাস্তবতা নিয়েও পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “দেশটিতে কখনোই প্রকৃত গণতন্ত্র ছিল না। বর্তমানে সেখানে পূর্ণাঙ্গ গৃহযুদ্ধ চলছে।

যেকোনো স্থায়ী সমাধানের জন্য সামরিক জান্তা, আরাকান আর্মি এবং জাতীয় ঐক্য সরকার (এনইউজি)—এই তিন পক্ষকেই আলোচনায় অন্তর্ভুক্ত করতে হবে, বিশেষ করে আরাকান আর্মিকে, যারা এখন রাখাইনের নিয়ন্ত্রণে রয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর