[email protected] বুধবার, ২১ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২

মানবিক করিডর নিয়ে বাংলাদেশ কোনো চুক্তি করেনি: খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ মে ২০২৫ ২:৫০ পিএম

ফাইল ছবি

জাতিসংঘের ত্রাণ সহায়তা মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ হয়ে পৌঁছানোর লক্ষ্যে 'মানবিক করিডর' গঠনের বিষয়ে এখন পর্যন্ত কোনো চুক্তি স্বাক্ষর করেনি বাংলাদেশ সরকার।

রোববার (৪ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ আয়োজিত রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক এক সেমিনারে এ কথা জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।

তিনি বলেন, "মানবিক করিডর নিয়ে সরকার কেবল প্রাথমিক আলোচনা করেছে, এখনো কোনো চুক্তি হয়নি।

তিনি কিছু বিদেশি গণমাধ্যমে প্রকাশিত গুজবের প্রতিবাদ জানিয়ে বলেন, "বাংলাদেশ আমেরিকার হয়ে আরাকানে প্রক্সি যুদ্ধে লিপ্ত—এমন অপপ্রচার একটি প্রতিবেশী দেশের কিছু গণমাধ্যম ছড়াচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অনভিপ্রেত।"

রোহিঙ্গাদের নাগরিকত্ব ইস্যুতে তিনি সাফ জানিয়ে দেন, "বাংলাদেশ কখনোই রোহিঙ্গাদের নাগরিকত্ব দেবে না। তা হলে দেশটি প্রতিবেশী রাষ্ট্রগুলোর ‘ডাম্পিং গ্রাউন্ডে’ পরিণত হবে।"

সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, "রোহিঙ্গা সংকটের মতো সমস্যা শান্তিপূর্ণভাবে নয়, বরং অনেক সময় সংঘাতের মাধ্যমে সমাধান হয়েছে। ইতিহাসও তাই বলে।" তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং আফ্রিকার বিভিন্ন স্বাধীনতা আন্দোলনের উদাহরণ টানেন বক্তব্যে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর